মোঃ রাসেল আহম্মেদ, এনবি ডেস্ক:
ভারতের সুপ্রিমকোর্ট কর্তৃক বাবরি মসজিদের স্থলে মন্দির নির্মাণের রায় ঘোষনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কওমী ইসলামী ছাত্র ঐক্য পরিষদ।
আজ (০৯ নভেম্বর) শনিবার বিকেলে স্থানীয় জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নেতা মুফতি মাওলানা এনামুল হাসান। বক্তব্য রাখেন মাওলানা ইউসুফ ভূইয়া, কাউছার আহম্মেদ, এ.কে.এম জুনায়েদ কাশেমী, ইসহাক আল মামুন, শহীদুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা, ভারতের সুপ্রীম কোর্টের এই রায় প্রত্যাখ্যান করে বলেন, বাংলাদেশের মুসলমাগন এই রায় মানে না। এই রায় প্রত্যাখ্যান করেছে। বক্তারা বলেন, এই রায় বাতিল না করে জেহাদ ঘোষনা করা হবে। বাংলাদেশের মুসলমানরা ভারতের উদ্দেশ্যে লং মার্চ করবে।