ব্রাহ্মণবাড়িয়ায় শহরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। রোববার বিকেলে পৌর শহরের পূর্ব মেড্ডা খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশের এএসআই হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ১নং ফাঁড়ির কর্মরত আছহাব উদ্দিন। এসময় আত্মরক্ষায় আছহাব উদ্দিনের সঙ্গে থাকা ফোর্স গুলি চালালে আসামি ভুট্টু মিয়া (২৩) গুলিবিদ্ধ হয়ে আহত হন।
ভুট্টু পূর্ব মেড্ডা এলাকার আব্দুস সালামের ছেলে। আহত দুজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও মাদক মামলার আসামি ভুট্টুকে ধরতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ভুট্টুকে হাতকড়া পড়াতে গেলে ধারালো ছুরি দিয়ে এএসআই আছহাবের ওপর হামলা করেন। এসময় আত্মক্ষায় পুলিশ সদস্যরা গুলি চালালে আসামি ভুট্টু গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান জিয়াউল হক।