এনবি ডেস্ক:
ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫ দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)। শনিবার সকালে জেলা শাখার আয়োজনে প্রেসক্লাব চত্তরে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফারিয়ার জেলা সভাপতি জাহিদুল হক রেজা, সাধারণ সম্পাদক আবু মনসুর, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসা, মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ম্যাক ফাহিম।
বক্তারা বলেন, জনগণের সেবার সাথে সম্পৃক্ত থাকলেও তারা নানা কারণে উপেক্ষিত। তাই সরকারি নতুন বেতন স্কেল ৭ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান বাজারমূল্য বিবেচনা করে টিএ-ডিএসহ অন্যান্য ভাতাদি প্রদান, চাকরির নিশ্চয়তা ও সরকারি নীতিমালায় নিয়ে আসা, আমাদের সংগঠন ফারিয়াকে সরকার কর্তৃক নিবন্ধন ও স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ছুটিসহ সরকারি নিয়ম অনুযায়ী সব ছুটি প্রদান করতে হবে।
না হয় ফারিয়ার নেতৃবৃন্দসহ সব সদস্যরা ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।