এনবি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় জায়গা বিক্রি নিয়ে চাঁদা না দেওয়ায় হামলার শিকার হয়েছে দুইভাই। আজ সকাল ১১টায় সুলতানপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ গ্রেইটের সামনে প্রায় ৩৭ শতাংশ জায়গা মাপ বর্তমান জায়গার মালিকের কাছে বুঝিয়ে দিতে গেলে সন্ত্রাসীরা চাঁদার জন্য হামলা করেন৷
আহতরা হলেন- আলম-৩৩, আব্দুল মান্নান-৪২।আহত দুইজন সুলতানপুর উত্তরপাড়া, হাজারীবাড়ির মৃত আব্দুল সোবহানের ছেলে৷
খোজ নিয়ে জানা যায়- গত দুইমাস আগে সুলতানপুর ৩নং ওয়ার্ডের মেম্বার রিপন এর কাছে আবদুল মান্নান প্রায় ৩৭ শতাংশ জায়গা বিক্রি করেন ৯০ লক্ষ টাকার বিনিময়ে। আজ জায়গা মাফ দেওয়ার সময় প্রায় (১০-১৫) জন ঘটনাস্থলে গিয়ে চাঁদা চাই। তারপর আব্দুল মান্নান এর ছোট ভাই আলম চাঁদা দিতে রাজী না হওয়ায় আমির হাজারী(৫৫) আলমকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন৷ এসময় ছোট ভাইকে বাচাতে গিয়ে আব্দুল মান্নান হামলার শিকার হয়৷ আহত আবস্থায় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তাদেরকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।
আব্দুল মান্নান বলেন- প্রায় সময় জায়গা বিক্রি বাবদ চাঁদা চেয়ে যাচ্ছিল আমির হাজারী(৫৫), লং হাজারী(৬০), রফিক হাজারী(৩৮), জমসেদ হাজারী(৬০), জহর হাজারী(৫৮), সামেনা বেগম(৪০)সহ প্রায় ১০-১৫ জন৷
তিনি আরোও বলেন- আমি তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি৷ আমরা পুলিশ ও সাংবাদিকের সহযোগিতা চাই৷