স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রোববার র্যালি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের নেতৃত্বে বর্ণাঢ্য এক র্যালি স্থানীয় ফারুকী পার্ক বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
পরে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অগ্নি নির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বলেন, দূর্যোগের জন্যে বিশ্বের ১৭১টি দেশের মধ্যে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। এই জন্যে বর্তমান সরকার গ্রামে-গঞ্জে দূর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নি নির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং যুব রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যরা অংশ নেয়।