Advertisement

আবরার  হত্যার ঘটনায় ছাত্র মৈত্রীর মানববন্ধন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৯৭৬।

স্টাফ রিপোর্টার,
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা ছাত্র মৈত্রী।  বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে জেলা ছাত্র মৈত্রীর আহবায়ক মুহয়ী সারদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্র মৈত্রীর সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোঃ নাসির, জেলা ছাত্র মৈত্রীর যুগ্ম আহবায়ক ফাহিম মুনতাসির, সদস্য নাবিল তাহফিহ, সানিউর রহমান, আসাদুল আলম অন্তু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আবরার হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোতে টর্চার সেল বন্ধসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৈত্রী নেতা রুপম, রাজশাহী মেডিকেল কলেজের ডাঃ জামিল আক্তার রতন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নৃশংসভাবে হত্যাকান্ডের কোন বিচার না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হত্যাকান্ডের ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com