এনবি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে শুক্রবার উদ্বোধন হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ( অনুর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার বিকেল ৪টায় স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলার ৯ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় মুখোমুখী হয় আশুগঞ্জ উপজেলা দল বনাম আখাউড়া উপজেলা দল। টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা থেকে ৯টি এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর সভা থেকে ১টিসহ মোট ১০টি দল টুর্নামেন্টে অংশ গ্রহণ করছে।