মোঃ রাসেল আহাম্মেদ, এনবি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে পৌর এলাকার মেড্ডা সবুজবাগের একটি পুকুরপাড় থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রোববার দুপুর আড়াইটার দিকে সবুজবাগ এলাকার একটি পুকুরপাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় এই নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে নবজাতকের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে দু-একদিন আগে নবজাতকটি ভূমিষ্ঠ হয়েছে। রাতের আঁধারে কেউ পুকুরপাড়ে তার লাশ ফেলে রেখে গেছে।