মোঃ রাসেল আহাম্মেদ,এনবি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক সংগঠন “মানুষ রতন” সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলায় সাদেকপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য বাবুল মিয়া।
এতে সংগঠনের সভাপতি নাজাত মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ৯ নং নাটাই ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক, বড়াইল ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন হক, সাদেকপুর এন্ড কলেজ প্রধান শিক্ষক এবিএম শফিকুল ইসমলাম ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী, যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলামমুরাদ, সহ-সভাপতি রোস্তম ইউনুছ উপ সাংগঠনিক সম্পাদক ইসহাক ,তথ্য বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, মামুন,ইমরান,আশিক, প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন , জলবায়ু পরিবর্তনে বিরুপ প্রভাব থেকে রক্ষা করতে বনায়নের কোন বিকল্প নেই । ইভটিজিং,জঙ্গিবাদ,মাদকমুক্ত দেশ গড়তে শিক্ষার্থীদের আগামী দিনের উজ্জল ভব্িযষৎ গড়তে পড়াশোনার পাশাপশি সমাজসেবামূলক কাজ করার আহবান জানানো হয় ।
অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুল হক তৌহিদ, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রাসেল চৌধুরী। পরে অতিথিবৃন্দ সাদেকপুর স্কুল এন্ড কলেজর ১৫শ শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।