Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ব্যারিস্টার তুরিন আফরোজ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮৪৯।

এনবি ডেস্কঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন,‘জয় বাংলা আমাদের রণক্ষেত্রের, মুক্তিযুদ্ধের শ্লে¬াগান। যে জয় বাংলা শ্লোগান দেবে না সে রাজাকার-আলবদর ও সাপের বাচ্চা। সাপের বাচ্চা সাপই হয়। সাপের ফনা ভেঙে দিতে হবে।

তিনি গত বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বাধীনতার মহান স্থপতি, জাতিরজনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ ঘোষিত মাসব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার তুরিন আফরোজ আরো বলেন, শোকের এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর সাথে সাথে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে লালন করার। শুধু শ্লোগান দিলেই চলবে না।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, শহীদ সন্তান আসিফ মুনীর তন্ময়, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মোঃ মনির হোসেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com