Advertisement

বাংলানিউজের মেহেদীর সুস্থ্যতার জন্য বিশেষ মোনাজাত

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৯১০।

মোঃ রাসেল আহাম্মেদ, এনবি ডেস্ক:

গুরুতর অসুস্থ বাংলানিউজের ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট মেহেদী নূর পরশ’র সুস্থ্যতার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি’র উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভির সম্পাদক হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মধ্যপাড়া শান্তিবাগ ‘মসজিদে আমীর’র খতিব মাওলানা এরশাদ।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লার সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যদের মধ্যে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভির প্রকাশক রোকন আমিন খান মিশু, দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, এটিএন নিউজের চিত্র সাংবাদিক সুমন রায়, আবরণি আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রশিক্ষক শারমিন সুলতানা, দৈনিক আমার সময়’র জেলা প্রতিনিধি সুমন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভির হেলাল আহমেদ, জুবায়ের আহমেদ ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বিপ্লব হোসেন প্রমুখ।

উল্লেখ্য, জ্বর ও ফুসফুসে সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক মেহেদী নূর পরশ। এর আগে ১৬ আগস্ট তিনি জ্বরে আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২০ আগস্ট তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকায় এনে প্রথমে একটি ক্লিনিকে এবং পরে কাকরাইলস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নীরিক্ষার পর চিকিৎসকরা জানান, তার ডেঙ্গু জ্বরের আলামত পরিলক্ষিত হয়েছে, তাছাড়া তার ফুসফুসে পানি জমেছে, কিডনী ও প্রস্রাবে ইনফেকশানসহ তার শ্বাসকষ্টও রয়েছে।

এর আগে গত শুক্রবার (২৩ আগস্ট) পরশের আরোগ্য কামনা করে শুক্রবার বাদ জুমা জেলা জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও শহরের বেশ কয়েকটি মসজিদে দোয়ার আয়োজন করেছেন তার সহকর্মীরা।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com