স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন বিষয় নিয়ে সচেতনামূলক অনুষ্ঠান করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বুধবার দুপুরে ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’ নামক একটি সংগঠন ‘ঈদ আনন্দের সাথে জনসচেতনতা’র ব্যানারে রেলওয়ে স্টেশনের ফ্লাটফ্রমে এই অনুষ্ঠানে আয়োজন করে।
সচেতনতা মূলক বিষয়ের মধ্যে ছিল বৃক্ষ রোপন, মাদক, ট্রেনে পাথর নিক্ষেপ, টিকেট কালোবাজারি ও প্লাস্টিক দূষণ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের অধ্যক্ষ সোপানুল ইসলামসহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সামাজিক সচেতনতার লক্ষ্যে বৃক্ষ প্রদান ও শিশু জান্নাতকে একটি রিকসা প্রদান করা হয়।
এসময় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, নিয়মের মধ্যে অনিয়ম হয়, আমি তার প্রতিবাদ করি। আমি সত্য বলতে মৃত্যুকে ভয় পাই না। এসময় তিনি আরও বলেন আমার মধ্যে কোন লোভ কাজ করে না, অন্তত আমাকে দিয়ে বাংলাদেশের কোন ক্ষতি পারে না।
পরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ট্রেনে পাথর নিক্ষেপ নিয়ে জনসচেতনতামূলক ফেসবুকে লাইভ দেন।