Advertisement

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১১৩৩।

এসবি প্রতিনিধি ঃ
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর একুশে বই মেলা-যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রবিবার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, এ বছর ও একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের শহীদ মিনারে পুষ্পস্তক অর্পন করা হবে। পাশাপাশি স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে সপ্তাহব্যাপী একুশে বই মেলার আয়োজন করা হবে। এ জন্যে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে। জাতীয় এই দিবসটি পালনে কোনো ধরনের ত্রুটি যেনো না থাকে এ ব্যাপারে সংশি¬ষ্ট সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি। প্রস্তুতিমূলক সভায় সরকারী পদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com