Advertisement

বড়হরণ ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৯৫৪।

মোঃ রাসেল আহাম্মেদ,এনবি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে ঢাকা- চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) মোঃ মোজাম্মেল খান জানান, বুধবার সকাল ৮টার কিছু আগে লিপি বেগম নামে এক মহিলা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, বড়হরণ এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তি ট্রেনের ধাক্কায় আহত হয়ে রেললাইনের পাশে পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতবস্থায় ওই ব্যক্তিকে একটি ভ্যানে করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে রেললাইন দিয়ে হেঁটে যাবার সময় ভোর রাতে অথবা সকালে কোনো একটি ট্রেন ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। নিহতের শরীরের বিভিন্ন অংশ থেতলে গেছে বলে তিনি জানান। তিনি জানান, নিহতের পরিচয় জানতে তার আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে পিবিআই সদস্যরা।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com