স্টাফ রিপোর্টার,
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেছেন, বর্তমান সরকার অসহায় মানুষের কল্যানে কাজ করছে। সরকার অসহায় মানুষকে স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।
তিনি বুধবার বিকেলে পৌর এলাকার পশ্চিম মেড্ডা বনানীপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুলাল দেবের বাড়ি পরিদর্শন শেষে বাড়ির মালিক দুলাল দেবকে নগদ ২০ হাজার টাকা এবং ৫ বান টিন প্রদানকালে একথা বলেন।
এ সময় জেলা প্রশাসক আরো বলেন, প্রাথমিকভাবে দুলাল দেবকে এই সহায়তা করা হয়েছে। প্রয়োজনে আরো সহায়তা করা হবে। তিনি অগ্নিকান্ডে সঠিক কারন নির্নয়ের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহবুব আলমসহ সদর উপজেলার বিভিন্ন কর্মকর্তাগন।
উল্লেখ্য গত বুধবার ভোর রাতে এক অগ্নিকান্ডে দুলাল দেবের বাড়ির চার রুম বিশিষ্ট একটি ঘরের সকল মালামাল ভস্মীভূত হয়।