Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় ৬ জনের যাবতজীবন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১৪৭৩।

মোঃ রাসেল আহাম্মেদ, এনবি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুইটি হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শফিউল আজম এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি চালক সোহরাব চৌধুরী (১৮) কে হত্যার পর সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের মামলায় তিন আসামীকে যাবজ্জীবন দ- দিয়েছেন।নিহত সোহরাব চৌধুরী বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতুরপুর গ্রামের রফিক চৌধুরীর ছেলে।

দ- প্রাপ্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরার সাতবাড়িয়া আলগা বাড়ির মৃত আওলাদ মিয়ার ছেলে মহরম আলী(২৮),একই উপজেলার নাটাই গ্রামের আলাউদ্দিনের ছেলে মোঃ আলমগীর ওরফে শাহিন ও বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের আলী হোসেনের ছেলে আব্দুল কাদের (৪৮)। অপর এক হত্যা মামলার রায়ে জেলা ও দায়রা জজ শফিউল আজম ৩ জনকে যাবজ্জীবন দ- প্রদান করেছে। এই মামলায় আরো ৫জন আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৯জুন বিকেলে জেলা শহরের পশ্চিম মেড্ডার জালাল মিয়ার ছেলে প্রবাসী তুষার মিয়াকে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে ছুড়িকাহত করে হত্যা করা হয়। এই হত্যাকান্ডের ঘটনায় নিহতের মামা বাদি হয়ে ৮জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আদালত জেলা শহরের মেড্ডা এলাকার সোনা মিয়ার ছেলে মোমেন (২৫), আব্দুর রহমানের ছেলে সুমন (২৫) ও শহীদুল হকের ছেলে ফাহাদ মিয়া (২২)। বাকী আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ইউসুফ জানান,বিভিন্ন সাক্ষী-প্রমাণ শেষে বিজ্ঞ আদালত এই রায় গুলো দিয়েছেন। আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। বাদি পক্ষ ন্যায় বিচার পেয়েছে। তবে আসামী পক্ষের আইনজীবীরা জানিয়েছেন তারা রায়ে সংক্ষোব্দ, উচ্চ আদালতে আপিল করবেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com