Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১০৫৩।

মোঃ রাসেল আহাম্মেদ,এনবি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শেখ সম্রাট মোহাম্মদ আলী মুন্সী-(৪৫) নামে এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪টি মিডিয়ার পরিচয়পত্র উদ্ধার করা হয়।

শনিবার সকালে সদর উপজেলার খাঁটিহাতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী খাঁটিহাতা এলাকার আলী হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী পেশায় একজন সিএনজি অটোরিকসা চালক। এলাকায় সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াতো। অটোরিকসা চালনার অন্তরালে সে মাদক ব্যবসা করতো।

তার বিরুদ্ধে সদর থানায় ডাকাতি ও মাদক সহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছে বিভিন্ন মিডিয়ার চারটি পরিচয়পত্র পাওয়া যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com