স্টাফ রিপোর্টার,এনবি ডেক্স:
রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবি ও জনপ্রতিনিধিদের সম্মানীভাতা দেয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচী ও মানববন্ধন পালন করেছে করেছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েসন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন কর্মসূচী চলাকালে পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আবুজর গিফরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল কবির ভুইয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া পৌর সভা ইউনিটের সভাপতি সুমন দত্ত প্রমুখ।
উল্লেখ্য, এই কর্মসূচীর জন্য গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত পৌরসভা প্রদত্ত সকল সেবা বন্ধ থাকবে।