স্টাফ রিপোর্টার,
আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে রোববার জেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ১০টায় বঙ্গবন্ধু স্কয়ার থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে শহরের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রি পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল বারিক।
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাহআলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফ, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম শফিকুল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মোঃ আব্দুল বারিক বলেন, সরকার আমাদেরকে অনেক সুযোগ-সুবিধা দিয়েছেন। আমরা যদি তার বিপরীতে কিছু ফেরত দিতে পারি তাহলে জনগণ উপকৃত হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে। তিনি আরো বলেন, আমরা যারা সরকারি কর্মকর্তা আছি, আমরা যদি টেবিলের এপারে না দেখে টেবিলের বিপরীত পাড়ে দেখি তাহলে পাবলিক সার্ভিসটা আরো ভাল হবে। আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।