এনবি প্রতিনিধি:
সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে ভারত যাচ্ছে খেলাঘর আসর ব্রাহ্মণবাড়িয়া শাখার একটি নাচের দল। আজ সকালে দলটি আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার কথা। বিকেলে আগরতলার সুকান্ত একাডেমিতে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ পরিবেশন করবেন তারা।
এদিকে নাচের দলকে বিদায় জানাতে শুক্রবার সন্ধ্যায় আসিফ টিউটরিয়ালে অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি ডা. মো. আবু সাঈদ, সাধারন সম্পাদক নীহার সরকার, আসিফ টিউটরিয়ালের পরিচালক আসিফ ইকবাল, কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, ফারহানা তাহির প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় খেলাঘরের পক্ষে সংগীত শিল্পী নবনীতা রায় বর্মণ, সময় টিভির চিত্রগ্রাহক জুয়েলুর রহমান, মো. রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
নাচের দলের সদস্যরা হলেন, জুনায়েদ হোসেন, আয়ুষী রহমান, রিদিমা শর্মা, চন্দ্রিমা বণিক।
এ সময় জানানো হয়, চার সদস্যের নাচের দলের সঙ্গে আরো ছয়জন ভারত যাচ্ছেন। এই প্রথমারের মতো ব্রাহ্মণবাড়িয়া শাখার দল দেশের বাইরে নাচ পরিবেশন করতে যাচ্ছে। এর আগে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শাখার সদস্যরা দেশের বাইরে সংগীত ও নাচ পরিবেশন করেন।