এনবি প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া বলেন, শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত প্রচুর বই পড়তে হবে। যে শিক্ষার্থী যত বই পড়বে সে তত জানবে। প্রতিটি স্কুলে পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন রকম বই পড়ার জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন।
তিনি বলেন, জানতে হলে অবশ্যই বই পড়তে হবে। বই পড়ার কোন বিকল্প নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার ভট্টাচার্যসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।