স্টাফ রিপোর্টার,
ব্রাহ্মণবাড়িয়ায় ৮২ বোতল ভারতীয় স্কপ সিরাপ সহ আমিনুল হক সুমন-(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে পৌর এলাকার মধ্যপাড়া জুবলি রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন পৌর এলাকার শেরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। সে মধ্যপাড়া জুবলী রোডে ভাড়া বাসায় বসবাস করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে পুলিশ তাকে জুবলি রোড থেকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী তার বাসা থেকে ৮২বোতল ভারতীয় স্কফ সিরাপ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত সুমন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।