নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিদিনই বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। গত ২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আরো ৪০ জন নতুন রোগী ভর্তি হয়েছে। জেলা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে এখন রোগীদের উপচে পরা ভিড়। সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের আসন সংখ্যা ৩২টি। ইতোমধ্যে আরও ১০ টি আসন বাড়িয়ে ৪২টি করা হয়েছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় মেঝেতেও অনেকে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে জেলা সদর হাসপাতালে ১১০ জন ভর্তি আছে।
আক্রান্তদের মধ্যে নারী শিশু সহ বৃদ্ধরাও রয়েছেন। আসন সংকুলান না হওয়ায় জেলা সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা দূর্ভোগ পোহাচ্ছে। হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে ডায়রিয়া নিয়ন্ত্রণে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুদ রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন হঠাৎ করে গরম বেড়ে যাওয়া বেড়েছে ডায়রিয়ার প্রকোপ।
চিকিৎসকরা জানিয়েছেন গরম বাড়ার পাশাপাশি খাবার সহ বিশুদ্ধ পানি গ্রহণে অসচেতনতার কারনেই এর প্রকোপ বাড়ছে। জেলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ডায়রিয়া রোগীদের সেবায় হাসপাতালের আসন সংখ্যা , স্যালাইন ওষুধ সহ সবকিছুর বিষয়ে তৎপর তৎপরতা বাড়ানো হয়েছে।