ব্রাহ্মণবাড়িয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সাড়ে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গ্রামবাসীর সহায়তায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় বুধবার রাতেই ওই শিশুর বাবা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বরিশল গ্রামে ওয়াজ মাহফিল চলছিল। বুধবার সন্ধ্যায় ওই শিশু তার বাড়ির অন্যান্য শিশু-কিশোরদের সাথে মাহফিলে যায়। কিছুক্ষন পরে স্থানীয় এক বখাটে শিশুটিকে সেখান থেকে ডেকে একটি পুকুর পাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষন চেষ্টা করে। শিশুটি চিৎকার শুরু করলে বখাটে পালিয়ে যায়। পরে শিশুটি সেখান থেকে বাড়ি চলে আসে ও পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বলে।
শিশুর কাছ থেকে ঘটনা শুনতে পেয়ে বাড়ির লোকজন ওয়াজ মাহফিলে গিয়ে ওই কিশোরকে খুঁজতে থাকে। এক পর্য়ায়ে রাতের বেলা তাকে সেখান থেকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই কিশোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। শিশুর পরিবার প্রথমে শিশুটিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুর পিতা থানায় মামলা দায়ের করেছেন। আমরা অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছি। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে।