নিজস্ব প্রতিবেদকঃ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকান্ডে নৈতিকতার অবক্ষয় ও বিপথগামীতা রোধকল্পে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক ও যুব উন্নয়ন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।
যুব উন্নয়ন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোঃ আমীর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব।
কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সরকার জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় যুবদের বিপথগামীতার হাত থেকে রক্ষা করতে সরকার নানামূখী উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি যুবদের নৈতিকতার অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে সকলকে যার যার অবস্থান থেকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।