Advertisement

আবারও ব্রাজিল-আর্জেন্টিনা ইস্যুতে সংঘর্ষ , আহত-৫

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৬৪৮।

স্টাফ রিপোর্টার:

গত ১১ জুলাই অনুষ্ঠিত হয়ে যাওয়া কোপা আমেরিকা ফুটবলের ফাইনাল ম্যাচ শেষ হওয়া চারদিন পর আবারও জেলায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে এই সংঘর্ষে ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অন্তত ৫ জন।

আহতরা হলেন, মিনার মিয়া, মো. আলম, রবিউল, জালাল মুন্সি ও ফুরকান মুন্সি। তাদের মধ্যে গুরুতর আহত মিনার মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল জানান, কোপা আমেরিকা টুর্নামেন্টের ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ নিয়ে বৃহস্পতিবার রাতে খেওয়াই গ্রামের সর্দার বাড়ির শিপন (১৯) ও মুন্সি বাড়ির হৃদয়ের (১৮) বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। হৃদয় আর্জেন্টিনা এবং শিপন ব্রাজিল দলের সমর্থক। এ ঘটনার জেরে ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। শুক্রবার সকালে গ্রামে পুলিশ এসেছে। এখন গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার (ওসি) এমরানুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য: কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের আগে সদর উপজেলা দামচাইল বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ফাইনালে খেলাকে নিয়ে জেলা সংঘর্ষ বেড়ে যাওয়ার আশঙ্কায় ফাইনালের আগের দিন জেলায় ব্যাপক নিরাপত্ত ব্যবস্থা গ্রহণ করেন প্রশাসন। এ বিষয়ে আর্জেন্টিনার গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে। ফাইনাল খেলা দিন কোনো সংঘর্ষেরর ঘটনা ঘটেনি।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com