স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বলেছেন, এনটিভি দেশের সংবাদ ও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে অনেক বৈচিত্রতা এনেছে। আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে এনটিভি অনেক ধাপ এগিয়ে গেছে। সংবাদের নিরপেক্ষতাসহ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে এনটিভি জনসাধারণের আস্থা অর্জন করতে অনেকটা সক্ষম হয়েছে।
তিনি শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এনটিভি’র ১৮ বছর পূর্তি ও ১৯ বছরে পদার্পন উপলক্ষ্যে এনটিভি আয়োজিত জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, এনটিভি করোনাকালীন সময়ে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ব্যতিক্রম উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের সতর্কতায় মাস্ক বিতরণ করেছে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তিনি করোনার সচেতনতায় সরকারের পাশাপাশি সকলকে এই কার্যক্রমে পাশে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এনটিভি ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি ও টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য্য, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, যুগ্ম সম্পাদক সৈয়দ রিয়াজ আহম্মেদ অপু, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ আকরাম, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আ, ফ, ম, কাউসার এমরান, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান, কার্য নির্বাহী কমিটির সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ,টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের কোষাধক্ষ্য আশিকুল ইসলাম, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক আজিজুর রহমান পায়েল, আইসিটি সম্পাদক জালাল উদ্দিন রুমি, কার্য নির্বাহী সদস্য শফিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন বেলাল, আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান নিটল,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি আশেক মান্নান হিমেল, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আজিজুল আলম সঞ্চয়, এটিএন নিউজের চিত্র সাংবাদিক সুমন রায়, চ্যানেল টোয়েন্টিফোরের চিত্র সাংবাদিক প্রকাশ দাস, এনটিভির চিত্র সাংবাদিক মোহাম্মদ সাইফুল, একুশে টিভির চিত্র সাংবাদিক ও বার্তা বাজার এর জেলা প্রতিনিধি মোঃ রাসেল আহমেদ, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান, মৃম্ময় গুপ রতন।
এছাড়াও প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও দিনটি উপলক্ষ্যে শহরের হাসপাতাল রোড, কোর্ট রোড সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ করা হয়।