Advertisement

এ্যাপল্ আইটি ইনস্টিটিউটের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় বির্তক প্রতিযোগিতা, সনদপত্র বিতরণ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ২৭৩।

নিজস্ব প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় “ কারিগরি শিক্ষা নিব, বেকারমুক্ত প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ব” শ্লোগানে এ্যাপল্ আইটি ইনস্টিটিউটের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন সেশনের ইংরেজি ও কম্পিউটার শর্ট কোর্স পরীক্ষায় অংশগ্রহনকৃত এ প্লাস শিক্ষার্থীদের মধ্যে সরকারি সনদ বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.জেড.এম. আরিফ হোসেন।
এ্যাপল্ আইটি ইনস্টিটিউট, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ.এম. এমরানুর রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সাবেরা সুলতানা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, প্রাইম আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সোপানুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হারুন-উর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল,কাতার বিএমএইচএম স্কুল এন্ড কলেজের প্রভাষক তাসফির উদ্দিন বায়েক আলহাজ্ব শাহআলম কলেজের প্রভাষক কবি স্বপন মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এ.জেড. এম. আরিফ হোসেন নিজের শিক্ষা জীবনের স্মৃতিচারন করে বলেন, বর্তমান পৃথিবীতে এগিয়ে যেতে হলে ইংরেজীর কোনে বিকল্প নেই। ইংরেজীর পাশাপাশি কম্পিউটার শিখার প্রয়োজন। নতুনদের মধ্যে যে দক্ষতা রয়েছে আমরা মনে করি আমরা কখনোই পিছিয়ে যাব না। এগুলো কখনোই শেষ হবে না। শিক্ষার্থীদের সামনে আরো অনেক সময় রয়েছে। আমাদের এখন প্রয়োজন নিজেদের সভ্য মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা আশা করব শিক্ষার্থীরা নিজেদের সে মানুষ হিসেবে হিসেবে গড়ে তুলবে। তিনি শিক্ষার্থীদেরকে ফেসবুক আসক্তি থেকে দূরে থেকে শিক্ষায় মনোনিবেশ করার তাগিদ দেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।
###

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com