Advertisement

কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৪৬।

নিউজ ডেস্ক,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টায় শহরের কাউতলী মোড় থেকে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দলের কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহনে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ উদ্যান (টেংকের পাড়) এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে আয়োজিত সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সুরা সদস্য নজরুল ইসলাম খাদেম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোবারক হোসেন আকন্দ, নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, মানবকল্যান সম্পাদক জুনায়েদ হাসান, প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, আইটি সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান, জেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি হাসান মাহমুদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীণভাবে ভারতীয় প্রভুত্ববাদ মেনে না নেওয়ায় বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে। ক্যাঙ্গারু বিচার ব্যবস্থার মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দদের হত্যা ও কারান্তরীন করা হয়েছে। তবে ৫ আগস্টের পর দেশ ফ্যাসিজম মুক্ত হওয়ার পর অনেকেই কারাগার থেকে মুক্তি পেয়েছে। তবে জামায়াতের এই নেতাকে মুক্তি দেয়া হচ্ছে না।

বক্তারা, দ্রুত সময়ের মধ্যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত ও দলীয় নিবন্ধন একং প্রতীক ফিরিয়ে দিতে অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুশিয়ারী দেন তারা।

 

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com