Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আত্মীয়তার বন্ধনে আত্মার সম্পর্ক গড়ে তোলে – বিদায়ী পুলিশ সুপার

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৩৮।

নিউজ ডেস্ক,

পদোন্নতিজণিত কারণে সদ্য বদলী হওয়া ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ জাবেদুর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন। রবিবার সন্ধ্যায় শহরের টি.এ রোডস্থ সংগঠনের কার্যালয়ে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোছাইন ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফ্ফর হোসেন।

সংগঠনের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় বিদায়ী পুলিশ সুপারের সর্বাত্মক সফলতা ও সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা মোঃ আরজু, সাবেক সহ-সভাপতি আ,ফ,ম কাউসার এমরান, সিনিয়র সহ-সভাপতি আশিকুল ইসলাম, সহ সভাপতি জালাল উদ্দিন রুমি, কোষাধক্ষ আজিজুর রহমান পায়েল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনিরুজ্জামান পলাশ, কার্যকরী সদস্য আশিক মান্নান হিমেল, মেহেদী নূর পরশ, সদস্য উজ্জল চক্রবর্তী, প্রকাশ দাস, রিফাত আন নাবিল, আবুল হাসনাত রাফি।

এ সময় বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার মোঃ জাবেদুর রহমান বলেন, শিক্ষা-সংস্কৃতিতে ব্রাহ্মণবাড়িয়া একটি সমৃদ্ধ জেলা। এ জেলার মানুষ খুবই মেধাবী এবং আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে এক আত্মার সম্পর্ক গড়ে তোলে। আমি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার হয়ে আসার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সার্বিক কর্মকান্ডে সংবাদকর্মীদের সাবির্ক সহযোগিতা পেয়েছি। যে কারণে পরিবর্তীত পরিস্থিতির মধ্যেও জেলা পুলিশ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুনামের সাথে কাজ করে গেছে। আমি আশা করি ব্রাহ্মণবাড়িয়ার সংবাদিকবৃন্দ জেলার উন্নয়নে ন্যায় ও সততার সাথে লেখনির মাধ্যমে এই জেলাকে আরো সমৃদ্ধ করবে।

পরে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ সম্মনান ক্রেষ্ট প্রদান ও ফুলেল ভালবাসায় বিদায়ী পুলিশ সুপারকে সিক্ত করেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com