Advertisement

বিএনপির কেন্দ্রীয় নেতা সাঈদের “শূণ্য পাঁচ” কর্মসূচি ঘোষণা

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৫৯।

নিউজ ডেস্ক,

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ সায়েদুল হক সাঈদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ দেশে পরিনত করতে ঐতিহাসিক ১৯ দফা কর্মসূচী ঘোষনা করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচী ঘোষনা করেছেন তা শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচীরই নবতর সংস্করন। যেখানে বলা হয়েছে বাংলাদেশকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার প্রত্যয়।

তিনি “সমৃদ্ধ নবীনগর” গড়ে তোলার জন্য তার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জন্য “শূণ্য ৫ বা জিরো ফাইভ” কর্মসূচি ঘোষণা করেন।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এই কর্মসূচি ঘোষণা দেন।
এলাকার সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান করে “সমৃদ্ধ নবীনগর” গড়ার লক্ষ্যে ঘোষিত কর্মসূচি হলো, শূণ্য দারিদ্র, শূণ্য বেকারত্ব, শূণ্য মাদকাসক্তি, শূণ্য বৈষম্য, শূণ্য অনাচার। মত বিনিময়কালে তিনি কিভাবে এসব বাস্তবায়ন করবেন তার বিস্তারিত ব্যাখ্যা করেন।

মোঃ সায়েদুল হক সাঈদ বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও নবীনগর উপজেলা বিএনপি দুইভাগে বিভক্ত। তিনি কোনো পক্ষের হয়ে থাকতে চান না বলে তার সাথে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের নিয়ে আসেননি।

মত বিনিময়কালে সায়েদুল হক বলেন, “যারা অতীতে নবীনগর এলাকার জনপ্রতিনিধি হয়েছেন তারা শুধু ভোট নিয়েছেন। কিন্তু নবীনগরবাসীর ভাগ্যের চাকা সামনের দিকে ঘুরানোর উদ্যোগ গ্রহন করেননি। শূণ্য ৫ লক্ষ্য অর্জন করতে পারলে আমরা “সমৃদ্ধ নবীনগর” গড়ে তোলার আন্দোলন সফল করতে পারব।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার নিজ সংসদীয় এলাকায় যেসব প্রার্থী রয়েছে তাদেরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আপনারা মানুষের জন্য কাজ করুন। বিএনপি থেকে যারা প্রার্থী হচ্ছেন তাদের থেকে তিনি শিক্ষাগত যোগ্যতাসহ রাজনৈতিক ত্যাগ-তিতিক্ষায় এগিয়ে আছেন বলে দাবি করেন। শূন্য ৫ বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, বিএনপি নেতা কামরুজ্জামান মুন্সী, উপজেলার বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল বাশার প্রমুখ।

 

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com