Advertisement

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে তথ্য মেলা উদ্বোধন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৭৩।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি সনাকের উদ্যোগে তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে।

তথ্যমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। সচেতন নাগরিক কমিটি (সনাকের) সভাপতি অ্যাডভোকেট আবদুন নুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আবদুল মতিন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল কাইয়ুম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা ও জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন টিআইবির চট্রগ্রাম বিভাগের ক্লাষ্টার কো অর্ডিনেটর মোঃ জসিম উদ্দিন, জেলা সনাকের সহ- সভাপতি মোঃ আশরাফ উদ্দিন ও ইয়েস গ্রুপ দলনেতা রিফাত আল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাক সদস্য মোঃ সহিদুল ইসলাম।

ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহায়তায় আয়োজিত তথ্যমেলায় তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন, সরকারি পরিসেবা বিষয়ক সংলাপ, বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতাসহ মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিভিন্ন সরকারী দপ্তরের ৩০টি ষ্টল স্থান পায়।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com