Advertisement

গুম, খুন ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যাকান্ড নির্যাতনের বিচারের দাবীতে ছাত্রদলের মানববন্ধন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৩৫।

নিউজ ডেস্ক,

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর নির্মম হত্যাকান্ড নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে (১০ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যাগে সরকারি কলেজের ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন। সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সালমান ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী।

সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রিফাত আহমেদ অনিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোকাররম হোসেন আদি, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিমি হৃদয়, যুগ্ম আহবায়ক ও দপ্তর সম্পাদক সাজিদুল হক সানি, আব্দুল গাফফার রিমন, সালমান হৃদয় প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শেখ হাসিনা রাক্ষসী মহিলা ছিলেন। এই মহিলার কবল থেকে কেউ রেহাই পায়নি। কেউ গুম, খুন হয়েছে কেউ আবার সারাজীবন জেলে পচেঁ মরেছে। আজকে এই মানবাধিকার দিবস উপলক্ষে আমরা এই রাক্ষসী মহিলার বিচার চাই।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com