নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় ৩টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী লায়ন শাকিল-(৩৪) কে গ্রেপ্তার করছে র্যাব। রোববার রাত ১১ টার দিকে শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে র্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত শাকিল ওরফে লায়ন শাকিল শহরের কান্দিপাড়া মাদরাসা রোডের দুলাল মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি রামদা, ৩ বোতল ফেনসিডিল ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।