নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার সুপারভাইজার কিরন মোল্লার উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গত ১ ডিসেম্বর রোববার দুপুরে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের সামনে তাকে দা, চাপাতি ও রামদা দিয়ে এলোপাথারী কুপানো হয়।
আহত অবস্থায় কিরন মোল্লাকে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।
এ ঘটনায় কিরন মোল্লার বোন বিলকিছ আক্তার বাদি হয়ে কাউতলী গ্রামের রাজিব-(২৫), তামিম-(৩০), বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের সাইদুল-(২৮)সহ অজ্ঞাতনামা আরো ৪/৫জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করলেও এখন পর্যন্ত মামলার কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলায় বাদি বিলকিছ আক্তার বলেন, মামলার আসামীদের সাথে কিরন মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জেরে ঘটনার কিছুক্ষণ আগে কিরন মোল্লা মোটর সাইকেল নিয়ে ঘটনাস্থলে গেলে আসামীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মোটর সাইকেলের গতিরোধ করে তাকে বেদরক কুপিয়ে তার কাছে থাকা নগদ ৭০ হাজার টাকা ও ২০ হাজার টাকা মূল্যেও একটি মোবাইল ফোন নিয়ে যায়।
পরে তার চিৎকারে মামলার স্বাক্ষীরা ঘটনাস্থলে এসে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফফর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এই মামলার কোন আসামীকে এখনো গ্রেপ্তার হয়নি। তবে আসামীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।