নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ রুহুল আমিন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ সুুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
দিবসটি পালনে ১৬ ডিসেম্বর, সোমবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের ফারুকী পার্ক স্মৃতি সৌধ চত্বরে তোপধ্বনীর মাধ্যমে কর্মসূচি শুরু হবে। পরে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো। এছাড়াও দিনটি পালনে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জাতীয় পাতকা উত্তোলন কুচকাওয়াজ থাকবে না। বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনাসহ নানা কর্মসূচির আয়োজন করা হবে।