নিউজ ডেস্ক,
দীর্ঘ ৯ মাস বন্ধের পর গ্যাস সরবরাহ পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। গত ফ্রেব্রুয়ারী থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ৯ মাস ধরে বন্ধ ছিল কারখানার উৎপাদন। এতে প্রতিদিন অন্তত সাড়ে ৪ কোটি টাকার উৎপাদন ব্যাহত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে গ্যাস সরবরাহ পাওয়ার পর পরই কারখানা চালুর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।
ইতিমধ্যে দুপুর থেকেই কারখানার বয়লার প্লান্ট চালু হয়েছে। র্দীঘদিন পর গ্যাস সরবরাহ পাওয়ায় আনন্দিত কারখানার শ্রমিক কর্মচারীরা। পর্যায়ক্রমে কারখানার অন্যান্য প্ল্যান্টগুলো সচল হলে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই কারখানার উৎপাদন শুরু হতে পারে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ।
কারখানা সূত্র জানায়, কারখানায় সার উৎপাদন এবং বিভিন্ন প্লান্ট পূর্ণ শক্তিতে চালু রাখতে ৪০ থেকে ৪২ বার চাপে (৫৮৮ থেকে ৬১৭ পিএসআই) দৈনিক ৪৮ থেকে ৫২ এমএমসিএফ গ্যাসের প্রয়োজন। কিন্ত ২১ ফেব্রæয়ারী থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাধ গ্যাস কতৃপর্ক্ষ উৎপাদন বন্ধ থাকায় কারখানার কমান্ড এড়িয়া ভুক্ত কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও কুমিল্লা জেলায় বিদেশ থেকে আমদানি করে চাহিদা মিটানো হয়েছিল। এতে করে সরকারের বিপুল অংকের টাকা লোকসান হয়েছে সরকারের এবং কারখানা বন্ধ থাকায় অনেক যত্রাংশই নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।