Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৬১।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (বিটিজেএ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ২৯ জন ভোটারের সবাই ভোট দেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। এ সময় সহযোগী নির্বাচন কমিশনার বাহারুল ইসলাম মোল্লা ও পীযূষ কান্তি আচার্য উপস্থিত ছিলেন।

ফলাফলে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি হয়েছেন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি আল আমীন শাহীন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মফিজুর রহমান লিমন। এছাড়া অর্থ সম্পাদক পদে আরটিভি’র জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এস.এ টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে আল আমীন শাহীন পেয়েছেন ১৯ ভোট এবং তার প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ আরজু পেয়েছেন ১০ ভোট, সাধারণ সম্পাদক পদে মফিজুর রহমান লিমন পেয়েছেন ১৯ ভোট এবং তার প্রতিদ্বন্ধি প্রার্থী জহির রায়হান পেয়েছেন ১০ ভোট, অর্থসম্পাদক পদে আজিজুর রহমান পায়েল পেয়েছেন ২৩ ভোট এবং তার প্রতিদ্বন্ধি প্রার্থী মাসুক হৃদয় পেয়েছেন ৫ ভোট। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মনিরুজ্জামান পলাশ পেয়েছেন ১৯ ভোট এবং তার প্রতিদ্বন্ধি প্রার্থী আজিজুল সঞ্চয় পেয়েছেন ৯ ভোট।

বাকী ৭টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। তারা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি পদে বাংলা ভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি আশিকুল ইসলাম, সহ-সভাপতি পদে একাত্তর টিভির স্টাফ রিপোর্টার জালাল উদ্দিন রুমি, যুগ্ম সম্পাদক পদে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মীর মোঃ শাহীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান পারভেজ, কার্যকরী সদস্য-১ পদে মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি আশেক মান্নান হিমেল ও কার্যকরী সদস্য-২ পদে দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মেহেদী নূর পরশ।

পরে নব নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করানো হয়। নব নির্বাচিত নেতৃবৃন্দ শহরের শেরপুর কবরস্থানে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের প্রয়াত সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক জনকণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার প্রয়াত রিয়াজ উদ্দিন জামির কবর জিয়ারত করে ফুলেল শ্রদ্ধা জানান।

এর আগে সকালে প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০১৮ সালের জুন মাসে টিভি সাংবাদিকদের এই সংগঠন প্রতিষ্ঠা হয়। গত ২৫ শে অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com