নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও বর্নাঢ্য র্যালির মধ্য দিয়ে বৃহস্পতিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপির একাংশ।
জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ.বি.এম মমিুনুল হকসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন আমরা আজ এ স্বাধীনতা ভোগ করতে পারতাম না।
বক্তরা আরো বলেন,গত ৪ নভেম্ভর বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত ঘোষিত কমিটিতে এমন কিছু নাম এসেছে যাদের নাম দেখে বিএনপি’র ত্যাগী নেতা কর্মীরা অনেকটা হতাশাগ্রস্থ। এ কমিটিতে আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন অনুপস্থিত এবং যাদেরকে আন্দোলন সংগ্রামে দেখা যায়নি এরকম অনেক বিতর্কিত নাম এসেছে।
বক্তারা নব-ঘোষিত আহ্বায়ক কমিটিকে অগ্রহণযোগ্য ও পরিবার তান্ত্রিক এবং পকেট কমিটি হিসেবে আখ্যায়িত করেছেন। এ সময় বিএনপি ও অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে।