নিউজ ডেস্ক,
বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে দূর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে বিচার ও ৬ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জেলা কমিটি এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জেলা কমিটির আহবায়ক এডভোকেট সৈয়দ মোঃ জামাল, সদস্য সচিব এডভোকেট মোঃ নাসির মিয়া, জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি আবদুন নূর, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা উদিচীর সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, বিগত শেখ হাসিনার সকারের সময় একটি চক্র নিজেদের ফায়দা লুটার জন্য জাতীয় সংস্থা বাপেক্সকে দুর্বল করে রেখেছিল। বাংলাদেশ খনিজ সম্পদে সমৃদ্ধশালী দেশ হওয়া সত্বেও দেশের খনিজ সম্পদকে কাজে না লাগিয়ে জ¦ালানি খাতে পরনির্ভরশীল করে রাখা হয়। মূলত জ্বালানি খাত থেকে শেখ হাসিনার চামচারা লক্ষ কোটি টাকা লুটপাট করার জন্যই কালো আইন তৈরী করে পরনির্ভরশীলতা কায়েম করে রেখেছিল।
বক্তারা বিগত ১৭ বছরে জ্বালানি খাতে যে লুটপাট হয়েছে স্বাধীন কমিশন গঠন করে সকল লুটপাটের তথ্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।