Advertisement

জেলা বিএনপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে নতুন কমিটির প্রদানের দাবিতে একাংশ নেতাদের সংবাদ সম্মেলন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১৪৭।

নিউজ ডেস্ক,

সদ্য ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটি বাতিল করে সৎযোগ্য এবং ত্যাগী নেতৃত্বের মাধ্যমে নতুন কমিটি গঠন করার দাবি জানিয়েছেন জেলা বিএনপি’র একাংশের নেতা কর্মীরা। বুধবার (৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এড. গোলাম সারোয়ার খোকনের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন জেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক এবং ঘোষিত আহবায়ক কমিটির সদস্য মাইনুল হোসেন চপল।

এ সময় তিনি জানান,”গত ৪ নভেম্বর বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত ঘোষিত কমিটিতে এমন কিছু নাম এসেছে যাদের নাম দেখে বিএনপির ত্যাগী নেতা কর্মীরা অনেকটা হতাশাগ্রস্থ। এ কমিটিতে আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন অনুপস্থিত এবং যাদেরকে আন্দোলন সংগ্রামে কখনো দেখা যায়নি এরকম অনেক বিতর্কিত নাম এসেছে। তারা ঘোষিত আহবায়ক কমিটিকে বিতর্কিত, অগ্রহণযোগ্য ও পরিবার তান্ত্রিক এবং পকেট কমিটি হিসেবে আখ্যায়িত করেছেন।

এ ব্যপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র একাংশের নেতাকর্মীরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাছে বিষয়টি সুষ্ঠ তদন্ত করে ঘোষিত কমিটি বিলুপ্ত করে প্রকৃত নেতা কর্মীদের অন্ত:ভ‚ক্তির মাধ্যমে পুনরায় নতুন একটি কমিটি গঠন করার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঘোষিত আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র মো: হাফিজুর রহমান মোল্লা কচি, ঘোষিত আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মমিনুল হক ও আলী আজম , সাবেক কোষাধক্ষ্য জসিম উদ্দিন রিপন, সাবেক যুব বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক নিয়ামুল হক, ছাত্র বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন চপ্পল। এছাড়া সংবাদ সম্মেলনে জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com