নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। সোমবার রাতে পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়া এবং আশুগঞ্জ উপজেলার চর-চারতলা রেললাইন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) যৌথবাহিনীর পক্ষ থেকে দেয়া পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় অস্ত্র (চাপাতি ও ছুরি) ৭ টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৪টি বাটন মোবাইল, নগদ ৪৮ হাজার ৬৯০ টাকা ১ বোতল ফেন্সিডিল ও ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মধ্যপাড়া এলাকায় মোঃ জিয়ামিন (৪৮) ও চর-চারতলা রেললাইন এলাকায় মোঃ দৌলত মিয়া (৩০)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ জিয়ামিনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২টি দেশিয় অস্ত্র,৭টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৪ টি বাটন মোবাইল, নগদ ৪৭ হাজার ৮৯০ টাকা ও ১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
একই সময়ে যৌথ বাহিনীর আরেকটি দল আশুগঞ্জ উপজেলার চরচারতলা রেললাইন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দৌলত মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৮০০ টাকা উদ্ধার করা হয়।