নিউজ ডেস্ক,
জনগণের সাথে সমন্বয় করে, জনগণকে পাশে নিয়ে আমরা নির্বাচন করব। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন। বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন। তিনি শনিবার (২০ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার ঈদগাহ মাঠে উপজেলার পাহাড়পুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নাফের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল আরো বলেন, আপনারা যাই করেন না কেন, জনগণকে সম্পৃক্ত রাখবেন। ভুলেও চিন্তা করবেন না আওয়ামী লীগের মতো আর কোন ছাপানো নির্বাচন আবার হবে। আমরা তা হতেই দেব না, কারণ এই ধরনের কালচার আমরা আর বাংলাদেশে দেখতে চাই না। এই ধরনের কালচার আমরা বিশ্বাস করি না। এ সময় তিনি বলেন, নিজেকে এমন ভাবে তৈরি করেন যাতে আগামী নির্বাচনে জনগণ বিএনপিকেই ভোট দেয়।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, সীমান্ত এলাকায় আওয়ামীলীগের নেতা-কর্মীরা বিভিন্ন অপরাধমূলক কাজ করেছেন, এমনো দৃষ্টান্ত আছে যে, তারা চোরাকারবার করতে গিয়ে নিজেদের লোক নিজেরাই মেরে ফেলেছেন।
পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক আবদুল হকের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, বিজয়নগর উপজেলা বিএনপির আহবায়ক জমির হোসেন দস্তগীর, সদস্য সচিব সচিব অ্যাডভোকেট ইমাম হোসেন।