নিউজ ডেস্ক,
সাম্য ও মানিবক সমাজ বিনির্মাণে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীদের নিয়ে দিক নির্দেশনা মূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শহরের টেংকের পাড় পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান।
বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এ.জেড, এম হাসান বিন সোহাগ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়ািছন মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, সদস্য সচিব মোল্লা মোঃ সালাউদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন, সদস্য সচিব সমীর চক্রবর্তী প্রমূখ।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামীলীগের পতন থেকে শিক্ষা নিয়ে নীতি ও আদর্শের রাজনীতি প্রতিষ্ঠায় জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কেউ দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি দেন তারা। এছাড়াও বক্তারা গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীসহ ছাত্র-জনতাকে গুম, খুন হত্যার বিচারের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে দেশে আসার সুযোগ করে দেয়ার জন্য অন্তার্তীকালীন সরকারের প্রতি দাবী জানান।
সভায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।