নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন আড়ত ও খামারে অভিযান চালায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা শহরের আনন্দ বাজারে অভিযান চালানো হয়। এ সময় সিন্ডিকেটের মাধ্যেমে ডিম বিক্রি করায় তিতাস পল্টি ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
জানা যায়, উৎপাদন খরচ ও স্থানীয় চাহিদা বিবেচনা করে মূল্য নির্ধারণ করার কথা থাকলেও ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন আড়ত ও খামারে ডিম ক্রয় বিক্রির ক্ষেত্রে তা মানা হচ্ছে না। ফলে পাইকারী ও খুচরা ডিমের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, চাহিদা ও যোগানের ভিত্তিতে বাজার মূল্য নির্ধারণ করার কথা থাকলেও তারা অতিরিক্ত দামে ডিম বিক্রি করছিল। প্রতিটি ডিম খামার পর্যায়ে ১৩ টাকা ৫০ পয়সায় বিক্রি করছিল। এছাড়া বিগত সময়ের প্রয়-বিক্রয়ের প্রমাণ সংরক্ষণ করেনি। তাই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে অপর ১টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জড়িমানা করা হয়েছে।