নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র-জনতার উপর হামলাকারী, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌথ বাহিনী ও জেলা গোয়েন্দা পুলিশ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় ২১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা, ২ বোতল ভারতীয় স্কফ সিরাপ, ৪টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬শত টাকা উদ্ধার করা হয়। শুক্রবার (৪ অক্টোবর) রাতে জেলার বাঞ্ছারামপুর উপজেলার মধুপুর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাঞ্ছারামপুর উপজেলার মধুপুর গ্রামের শিল্পী বেগম-(৪৫), উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামের মোঃ ফারুক-(৩৫), আকানগর গ্রামের শহিদ উল্লাহ-(৩৬), জেলার সরাইল উপজেলার আলীনগর গ্রামের তোফাজ্জল হোসেন-(৪৪) ও সদর উপজেলার খাটিহাতা গ্রামের জাকির হোসেন প্রকাশ আলম-(২০)। এ ঘটনায় সদর ও বাঞ্ছারামপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বাঞ্ছারামপুর উপজেলার মধুপুর গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী শিল্পী বেগম, মোঃ ফারুক ও শহিদ উল্লাহকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ১১২ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা, ৪টি মোবাইল ও নগদ ৩ হাজার ৬শত টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধারকৃত মাদক বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়।
অপর অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ সদর উপজেলার খাটিহাতা গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী তোফাজ্জল হোসেন ও জাকির হোসেন প্রকাশ আলমকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল স্কফ সিরাপ উদ্ধার করে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।