Advertisement

আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা ছাড়া দুর্নীতি ও পেশী শক্তি মুক্ত নির্বাচন সম্ভব নয় – চরমোনাই 

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৯৫।

নিউজ ডেস্ক,

আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা (পিআর ব্যবস্থা) ছাড়া বাংলাদেশে দুর্নীতি ও পেশী শক্তি মুক্ত নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। তাই আগামী নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বতীকালীন সরকারের উপর চাপ বাড়াতে দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে এক গণসমাবেশে থেকে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এ পদ্ধতিতে যে মার্কা যত শতাংশ ভোট পাবে তত শতাংশ প্রতিনিধি সংসদে যাবে। এতে দেশ ও জাতি মুক্তি পাবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার; দুর্নীতিবাজদের গ্রেফতারসহ বিভিন্ন দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়োজিত সমাবেশে তিনি আরো বলেন, বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। পার্বত্য অঞ্চলে কিছু বিচ্ছিন্নতাবাদী স্বাধীনতা ঘোষণা করতে চায়। তাই এসব বিচ্ছিন্নতাবাদীদের কঠোর হস্তে দমণ করতেও সরকারকে আহ্বান জানান তিনি।

এছাড়াও আলেম ব্যতীত দেশ সংস্কারের কোন কমিশন কখনো নিরপেক্ষ হতে পারে না জানিয়ে কমিশনগুলোতে আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবী জানান তিনি।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীম প্রমূখ। সমাবেশ শেষে শায়খে চরমোনাই ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে মুনাজাত করেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com