নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের ১ মাস পূর্তিতে “বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য” এর ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে “শহীদি মার্চ” কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলী মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বায়েজিদ রহমান সিয়াম, তৌসিফ আহমেদ, তন্ময় প্রমুখ।
সভায় বক্তারা ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, গণ-অভ্যুত্থানে আওয়ামীলীগ সরকার ছাত্রদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ ও নির্যাতন চালিয়েছিল। দেশে যে দলই সরকার গঠন করুক এসব ঘটনার দ্রুত বিচার করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে। কর্মসূচীতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
এর আগে সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সকালে শহরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।