নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা পরিহার করে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ আগস্ট) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের (ম্যাফ) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সহ-সভাপতি আবু কাউছার খানের সভাপতিত্বে ও সাঈদ হাসান সানির পরিচালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক এ.বি.এম মোমিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, তরী বাংলাদেশের সভাপতি শামীম আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকারের পরির্বতনের পর দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতার ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই কাম্য নয়। বক্তারা বলেন, বাংলাদেশের চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো ভাবেই নষ্ট করা যাবে না। তাই দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে এ ধরনের সহিংসতা পরিহার করে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি আহবান জানান।
মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।