নিউজ ডেস্ক,
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও বাংলাদেশ হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আওয়ামীলীগের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি। গত ৪৫ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলাম আয়োজিত এক সমাবেশে অতিথি তিনি একথা বলেন।
হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মুফতি মুবারকউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মাওলানা মামুনুল হক আরো বলেন, ১৯৭৫ সালে সাড়ে তিন বছরের অপসাশনের যুগে শেখ মুজিবুর রহমান ৩০ হাজার যুবককে হত্যা করেছেন। এদেশের মানুষের অধিকার হরণ করেছিলেন। তখন অধিকারহারা মানুষ ক্ষুদ্ধ হয়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে গণঅভ্যুত্থান করেছিলেন। তখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলো যেই জাতি তার বাবাকে হত্যা করেছে, সেই জাতির উপর তিনি প্রতিশোধ নিবেন। গত ৪৫ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন। তিনি প্রতিশোধ নিয়েছেন তৌহিদি জনতা, স্বাধীনতাগামী জনতা, ছাত্র জনতা ও হেফাজত ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
মাওলানা মামুনুল হক আরো বলেন, খুনি শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহবান জানাই। শেখ হাসিনা শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে ১৫ আগষ্টকে কেন্দ্র করে বিশৃংখলার সৃষ্টি করার জন্য উস্কানি দিচ্ছেন।
তিনি বলেন, বাংলাদেশ এখন ফ্যাসিবাদী পরাধীন দেশ নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ১৫ আগষ্টে বিশৃংখলা করার পাঁয়তারা করলে সারা দেশে তাদেরকে প্রতিরোধ করা হবে।
হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের আহবানে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, কেন্দ্রীয় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, অর্থ সম্পাদক মাওলানা মনির কাসেমী, হেফাজত ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা কেফায়েতউল্লাহ আজহারী প্রমুখ।